সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার - সেট - ৩

একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন তৃতীয় সেমিস্টার : সেট - ০৩

Class 12 History Questions Third Semester - Set - 3,দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার - সেট - ৩,
ইতিহাস প্রশ্ন। দ্বাদশ শ্রেণি। তৃতীয় সেমিস্টার সেট - ৩

বিষয় : ইতিহাস

সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০

প্রশ্নের উত্তর দেখতে একেবারে নিচে যাও।

ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৮  = ৮

১)  ভারতে এসেছিলেন এমন একজন আরবীয় পর্যটকের নাম হল — ১/১

A) ইবন বতুতাকে, B) মার্কো পোলো 
C) আল বিরুনি D) বার্নিয়ে।

২)  বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়— ২/১

A) কলকাতাকে, B) বীরভূমকে
C)  নবদ্বীপকে, D) কোচবিহারকে

৩) সুফিরা ‘হঠযোগ’ লিখেছিল —? ২/২

A) সুফিদের কাছে, B) চিশতিদের কাছে,
C) নাথপন্থীদের কাছে, D) বৈষ্ণবদের কাছে।

৪) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল—? ৩/১

A) ১৩৩৬ সালে, B) ১৩৪৬ সালে,
C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে।

৫) বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন —৩/২

A) ফিরোজ শাহ, B) মহম্মদ শাহ
C) আদিল শাহ, D) নাদির শাহ

৬) ইংরেজি ‘ইম্পেরিয়ালিজম’ শব্দের অর্থ হল— ৪/১

A) উপনিবেশবাদ, B) সাম্রাজ্যবাদ
C) পুঁজিবাদ, D) ফ্যাসিবাদ।

৭) ‘অবাধ বাণিজ্য নীতি’র একজন প্রবক্তা হলেন -- ৪/২

A) কোলবার্ট B) অ্যাডাম স্মিথ
C) চতুর্দশ লুই D) ডিসরেলি।

৮) ‘জুডিশিয়াল মার্ডার’এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম— ৫/১

A) শাসন বিভাগ B)  আইন বিভাগ
C)  বিচার বিভাগ D) সেনা বিভাগ

খ) শূন্যস্থান পূরণ কর। ১×৮ = ৮

৯)  ইবন বতুতা সুলতানি আমলে________দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে উল্লেখ করেছেন। ১/২

A) হিন্দুদের,B) বৌদ্ধদের 
C) জৈনদের D) মুসলমানদের।

১০)  সুফিদের ভক্তিবাদী গীত_______নামে পরিচিত। ২/৩

A) শরা, B) বে-শরা, 
C) বা-শরা, D) সমা

১১)  ‘শ্রীভাষ্য’-এর রচয়িতা হলেন_____। ২/৪

A) শংকরাচার্য, B) রামানুজ,
C) বল্লভাচার্য, D) রামানন্দ

১২)  বিজয় নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন________। ৩/৩

A) পেদ্দনা, B) সালুভ তিম্মা,
C) নরস নায়ক, D) জয়দেব।

১৩)  নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন______সালে। ৪/৩

A) ১৭৫৬ সালে, B) ১৭৫৮ সালে,
C) 1760 সালে, D)  ১৭৬৫ সালে।

১৪) রেগুলেটিং অ্যাক্ট পাস হয়_________সালে। ৫/২

A) ১৭৭২ সালে, B) ১৭৭৩ সালে,
C) ১৭৮৪ সালে, D) ১৭৯৩ সালে।

১৫) ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখক হলেন ________। ৫/৩

A) দাদাভাই নওরোজি, B) রমেশ চন্দ্র দত্ত
C) রজনীপাম দত্ত, D) অম্লান দত্ত।

১৬)  বার্নিয়ে নিয়ে ভারতে আসেন_______শতকে। ১/৩

A) চতুর্দশ, B) পঞ্চদশ,
C) ষোড়শ, D) সপ্তদশ

গ) সত্য মিথ্যা নির্ণয় কর। ১×৪ = ৪

১৭)  মহম্মদ বিন তুঘলক চিনের দূত হিসেবে প্রেরণ করেন — ১/৪

ক) মার্কো পোলোকে, খ) ইবন বতুতাকে, 
গ) আব্দুর রাজ্জাককে, ঘ) বার্নিয়েকে।
বিকল্পসমূহ :
A) খ,গ,ঘ সঠিক ক মিথ্যা
B) গ, ঘ সঠিক এবং ক, খ মিথ্যা
C) ক, খ সঠিক এবং গ ঘ মিথ্যা
D) খ সঠিক এবং ক, গ, ঘ মিথ্যা

১৮) কবীর প্রতিষ্ঠা করেন — ২/৫

i) রামানন্দী সম্প্রদায়, ii) গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়
iii)  শিখ সম্প্রদায়, iv) আল ওয়ার সম্প্রদায়।
বিকল্পসমূহ :
A) i সত্য, এবং ii, iii, iv মিথ্যা
B) ii, iii সত্য, এবং i, iv মিথ্যা
C) i, iii সত্য এবং ii, iv মিথ্যা
D) iv সত্য, এবং i, ii, iii মিথ্যা

১৯) আরবিডু বংশ ছিল বিজয়নগরের — ৩/৪

i) প্রথম রাজবংশ, ii)  দ্বিতীয় রাজবংশ,
iii) তৃতীয় রাজবংশ, iv) চতুর্থ রাজবংশ
বিকল্পসমূহ :
A) i, iii সঠিক এবং ii, iv ভুল
B) i, ii সঠিক এবং iii, iv ভুল
C) iv সঠিক এবং i, ii, iii ভুল
D) ii, iii সঠিক এবং i, iv ভুল।

২০) রাজা কৃষ্ণদেব রায়ের রাজ সভায়র ‘অষ্টদিগ্গজ’-এর সদস্য হলেন — ৩/৫

i) পেদ্দনা, ii) ধূর্জটি
iii) নন্দী থিম্মানা, iv) সায়নাচার্য
বিকল্পসমূহ :
A) i, সঠিক এবং ii, iii, iv ভুল।
B) ii, iii সঠিক এবং i, iv ভুল।
C) i, ii, iii সঠিক এবং iv ভুল
D) i, ii, iv সঠিক এবং iii ভুল।

ঘ) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১×২ = ২

২১) স্তম্ভ - A
স্তম্ভ - B
(1) নেলসন ম্যান্ডেলা i) মার্কিন সেনাপতি
(2) জন হে ii) ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা
(3) কমোডোর পেরি iii) বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা
(4) হো চি মিন iv) চীনে মুক্তদ্বার নীতির প্রবক্তা
বিকল্পসমূহ : ৪ / ৪ 
A) 1 - ii, 2 - i, 3 - iv 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - ii, 3 - i, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
২২) স্তম্ভ - A
স্তম্ভ - B
(1) ফারুকশিয়ারের ফরমান i) ১৭৭৩ সাল
(2) পিটের ভারত শাসন আইন ii) ১৭১৭ সাল
(3) রেগুলেটিং আইন iii) ১৭৬৫ সাল
(4) কোম্পানির দেওয়ানি লাভ iv) ১৭৮৪ সাল
বিকল্পসমূহ : ৪ / ৫
A) 1 - ii, 2 - iv, 3 - i 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - i, 3 - ii, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv

ঙ) ঘটনাক্রম অনুযায়ী সাজাও। ১×৩ = ৩

২৩) পর্যায়ক্রমে ইতিহাসের যুগ গুলি হল — ১/৫

i) সুলতান মাহমুদের খাওয়ারিজম দখল।
ii) মার্কোপোলোর ভারত আগমন।
iii) সুলতান মাহমুদের পাঞ্জাব অভিযান।
iv) আল বিরুনির স্বদেশ প্রত্যাবর্তন।
বিকল্পসমূহ :
A) ii, i, iv, iii
B) iii, ii, i, iv
C) i, iii, iv, ii
D) i, ii, iii, iv

২৪) পর্যায়ক্রমে ঐতিহাসিক ঘটনাগুলি সাজাও। ২/৬

i) শ্রীচৈতন্যদেব, ii) কবীর,
iii)  মীরাবাঈ, iv) গুরু নানক।
বিকল্পসমূহ :
A) i - ii - iii - iv
B) ii - iv - i - iii
C) iv - iii - i - ii
D) iii - iv - i - ii

২৫) নিচের ঐতিহাসিক ঘটনাবলীর ঘটনাক্রম হলো —৩/৬

ক) তৃতীয় বীরবল্লালের হত্যা,
খ) রাম রায়ের হত্যা,
গ) ইম্মাদি নরসিংহের হত্যা,
ঘ) দ্বিতীয় বিরুপাক্ষের হত্যা 
বিকল্পসমূহ :
A) ক - ঘ - গ - খ
B) ক - গ - খ - ঘ
C) গ - খ - ক - ঘ
D) ঘ - ক - খ - গ

চ) নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও। ১×৩ = ৩

Class 12 History Questions Third Semester - Set - 3,দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার - সেট - ৩,
উপরের চিত্রটি দেখে নাম উল্লেখ করো

২৬) উপরের চিত্রটি দেখে নাম উল্লেখ করো। : ১/৬

A) আল বিরুনি 
B) মার্কোপোলো
C)  ইবন বতুতা
D)  বার্নিয়ে

২৭) নিচের বক্তব্যগুলি কোন্  ভক্তিবাদের প্রবক্তাকে নির্দেশ করছে? ২/৭

Class 12 History Questions Third Semester - Set - 3,দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার - সেট - ৩,
কোন্  ভক্তিবাদী প্রবক্তাকে নির্দেশ করছে
বিকল্পসমূহ :
A) মাধবাচার্য  B) শংকরাচার্য
C) গুরু নানক D) মীরাবাঈ

২৮) নিচের ছকটিতে সঠিক তথ্য বসাও। ৩/৭

Class 12 History Questions Third Semester - Set - 3,দ্বাদশ শ্রেণি। ইতিহাস প্রশ্ন। তৃতীয় সেমিস্টার - সেট - ৩,
ছকটিতে সঠিক তথ্য বসাও
A) ১ আল বিরুনি, ২ মার্কোপোলো, 
B) ১ ইবন বতুতা, ২ ফারনাও নুনিজ
C) ১ নিকোলো কন্টি, ২ ডমিঙ্গ পয়েজ 
D) ১ ফ্রাঁসোয়া বার্নিয়ে, ২ টমাস রো। 

ছ) বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর। ১×৩ = ৩

২৯) বিবৃতি :  আল বিরুনি তাঁর ভারত ভ্রমণের অভিজ্ঞতা ও বিবরণকে যুক্তিসিদ্ধ করার চেষ্টা করেছেন। ১/৭

ব্যাখ্যা (A)  তিনি বেদ, পুরাণ, ভগবদ গীতা, মনুস্মৃতি-সহ বিভিন্ন সংস্কৃত সাহিত্য থেকে উদ্ধৃতি দিয়েছেন।
ব্যাখ্যা (B)  তিনি সাহিত্যিক উপাদানের সঙ্গে প্রত্নতাত্ত্বিক উপাদান কে তুলনা করেছেন।
ব্যাখ্যা (C)  তিনি গ্রন্থে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ব্যাখ্যা (D)  তিনি জনগণকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছেন।

৩০) বিবৃতি :  ভক্তিসাধিকা কারাইক্কল আম্মাইয়ার সম্পর্কে নিচের কোন্ বক্তব্য মানানসই চিহ্নিত করো। ২/৮

ব্যাখ্যা (A) : ইনি কর্ণাটকের একজন মহিলা ভক্তিসাধিকা।
ব্যাখ্যা (B) : ইনি একজন মহিলা নায়নার সাধিকা।
ব্যাখ্যা (C) : ইনি ভগবান শিবের ভক্ত।
ব্যাখ্যা (D) : ইনি ‘নালাইরা দিব্য প্রবন্ধম’-এর লেখিকা

৩১) বিবৃতি : সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের বহির বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। ৪/৬

ব্যাখ্যা (A) : এই সময় ট্রেনের বহিরবাণিজ্যে নতুন গতি এসেছিল।
ব্যাখ্যা (B) : ইংল্যান্ডে রাজশক্তির পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল।
ব্যাখ্যা (C) : বরবোঁ রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল।
ব্যাখ্যা (D) : ডুপ্লে, কাউন্ট লালির মত উদ্যমী ও দক্ষ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

জ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। ১×২ = ২

৩২)  একপ্রকার সামুদ্রিক প্রাণীকে ধরে কিছুদিন মাটিতে পুঁতে রাখা হতো। ক্রমে সেই প্রাণীর মাংস পচে-গলে গিয়ে শুধুমাত্র শক্ত সাদা খোলা পড়ে থাকত। এগুলিকেই কড়ি বলা হয়। ১/৮

প্রশ্ন :  কড়ি সম্পর্কে এই অভিমত কোন্ পর্যটকের?
বিকল্পসমূহ :
A) আল-মাসুদির, B) আল বিরুনির,
C) ইবন বতুতার, D) মার্কোপোলোর।

৩৩) সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরুপাক্ষ। নরসিংহ সালুভ বা নরসিমা নামক জনৈক সেনানায়ক দ্বিতীয় বিরপেক্ষকে সিংহাসনচ‌্যুত করে সঙ্গম বংশের অবসান ঘটান এবং বিজয়নগর রাজ্যে সালুভ বংশের শাসন শুরু করেন। নরসিংহের মৃত্যুর পর তাঁর পুত্র ইম্মাদি নরসিংহ বিজয়নগরের সিংহাসনে বসেন। একসময় তাঁর সেনাপতি নরস নায়ক সকল ক্ষমতা কুক্ষিগত করে নেন। নরস নায়কের মৃত্যুর পর পুত্র বীর নরসিংহ পিতার ন্যায় সকল শাসন ক্ষমতা হস্তগত করেন। তিনি দুর্বল সম্রাট ইম্মাদি নরসিংহকে হত্যা করে সালুভ বংশের পতন ঘটান এবং তুলুভ বংশের শাসনের সূচনা করেন  ৩/৮

প্রশ্ন :  কার আমলে সালুভ বংশের অবসান ঘটে?
A) ইম্মাদি নরসিংহের আমলে, B) নরসিংহ সালুভের আমলে
C) বীর নরসিংহ এর আমলে, D) নরস নায়ক এর আমলে।

ঝ) বেমানান শব্দটি নির্বাচন করো। ১×৪ = ৪

৩৪) অর্থনীতিবিদ নয় কে? ৪/৭

A) অ্যাডাম স্মিথ, B) জন হে
C) হাবসন, D) লেনিন।

৩৫)  কোন্ শব্দবন্ধ রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয় — ৫/৪

A) একসালা বন্দোবস্ত, B) পাঁচশালা বন্দোবস্ত,
C) দশসালা বন্দোবস্ত, D) কর্নওয়ালিশ কোড

৩৬) ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় — ৫/৫

A) পলাশীর যুদ্ধ, B) বিদারার যুদ্ধ,
C) বক্সারের যুদ্ধ, D) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ

৩৭) বাংলার নবাবদের মধ্যে কোনটি বেমানান — ৫/৬

A) আলীবর্দী খান, B) সিরাজউদ্দৌলা,
C) শওকত জঙ্গ, D) মীরজাফর।

ঞ) বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ১×৩ = ৩

৩৮) বিবৃতি -১ : ‘মার্কেন্টাইলবাদ’ হল একটি অর্থনৈতিক মতবাদ।

বিবৃতি - ২ :  এই মতবাদ ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলিকে উপনিবেশবাদ প্রসারে বিশেষ প্রেরণা জুগিয়েছিল। ৪/৮

বিকল্পসমূহ :
A) বিবৃতি ২ হল বিবৃতি ১ বিরোধী।
B) বিবৃতি ১ হল বিবৃতি ২ সঠিক কারণ নয়।
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ এর সঠিক কারণ।

৩৯) বিবৃতি A :  চিরস্থায়ী বন্দোবস্ত জমিদাররা ধার্য রাজস্ব প্রদানে ব্যর্থ হয়েছিলেন’।

কারণ R : সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা জামানা দিতে পারলে জমিদারি নিলামে তোলা হত। ৫/৭

বিকল্পসমূহ :
A) বিবৃতি A এবং কারণ R দুইই সঠিক কিন্তু কারণ R বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়।
B) বিবৃতি A এবং কারণ R দুই সঠিক। কারণ R হল বিবৃতি A এর সঠিক ব্যাখ্যা।
C)  বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল।
D)  বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক।

৪০) বিবৃতি A : ব্রিটিশ শিল্পপতিরা ভারতীয় বস্ত্রের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করতে সরকারকে চাপ দিতে থাকেন।

বিবৃতি R :  বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। ফলে ইউরোপের দেশগুলোতে কলকারখানায় মন্দা দেখা দেয়, শ্রমিক ছাটাই হতে থাকে। ৫/৮

বিকল্পসমূহ :
A) বিবৃতি  A এবং বিবৃতি R দুটোই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা।
B) বিবৃতি A  এবং কারণ আর দুটোই সঠিক কিন্তু কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়।
C) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল।
D) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক।
--------xx-------

প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও :

প্রশ্ন ৫  ৬  ৭  ৮  ৯  ১০  
উত্তর C  C  C  A A B C A D
প্রশ্ন ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০ 
উত্তর  A   A    B D D A C C
প্রশ্ন ২১  ২২  ২৩  ২৪  ২৫  ২৬  ২৭  ২৮  ২৯  ৩০ 
উত্তর  A  C  B A B C A D
প্রশ্ন ৩১  ৩২  ৩৩  ৩৪  ৩৫  ৩৬  ৩৭ ৩৮ ৩৯ ৪০
উত্তর C    A   B D   D D B A

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

উচ্চমাধ্যমিক। নির্বাচনী পরীক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল নির্বাচনী পরীক্ষা - ২০১৯  ( উচ্চমাধ্যমিক ) বিষয় : ইতিহাস সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০ PART - A বিভাগ - ক যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও । ( প্রতি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) ৫ x ৮ = ৪০ (১) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩+৫ = ৮ (২) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। ৪+৪ = ৮ (৩) পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। ৮ অথবা, চিনে নজরানা ব্যবস্থা বলতে কী বোঝো? চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৪+৪=৮ (৪) মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? এই শ্রেণির উদ্ভবের পটভূমি ব্যাখ্যা কর। ৩+৫ = ৮ খ বিভাগ  : (৫) মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ঠ্য আলোচনা করো। ৪ + ৪ = ৮ (৬) কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এর প্রস্তাবগুলি সংক্ষেপে লেখ। এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন? ২+৩+৩ = ৮ (৭)  ঠান্ডা লড়াই কী? ...