একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্ন তৃতীয় সেমিস্টার : সেট - ০৩
ইতিহাস প্রশ্ন। দ্বাদশ শ্রেণি। তৃতীয় সেমিস্টার সেট - ৩
বিষয় : ইতিহাস
সময় : ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান ৪০
প্রশ্নের উত্তর দেখতে একেবারে নিচে যাও।
ক) সঠিক উত্তরটি বেছে লেখো। ১×৮ = ৮
১) ভারতে এসেছিলেন এমন একজন আরবীয় পর্যটকের নাম হল — ১/১
A) ইবন বতুতাকে, B) মার্কো পোলোC) আল বিরুনি D) বার্নিয়ে।
C) নবদ্বীপকে, D) কোচবিহারকে
C) নাথপন্থীদের কাছে, D) বৈষ্ণবদের কাছে।
C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে।
C) আদিল শাহ, D) নাদির শাহ
C) পুঁজিবাদ, D) ফ্যাসিবাদ।
C) চতুর্দশ লুই D) ডিসরেলি।
C) বিচার বিভাগ D) সেনা বিভাগ
২) বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়— ২/১
A) কলকাতাকে, B) বীরভূমকেC) নবদ্বীপকে, D) কোচবিহারকে
৩) সুফিরা ‘হঠযোগ’ লিখেছিল —? ২/২
A) সুফিদের কাছে, B) চিশতিদের কাছে,C) নাথপন্থীদের কাছে, D) বৈষ্ণবদের কাছে।
৪) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল—? ৩/১
A) ১৩৩৬ সালে, B) ১৩৪৬ সালে,C) ১৩৫৬ সালে, D) ১৩৬৬ সালে।
৫) বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন —৩/২
A) ফিরোজ শাহ, B) মহম্মদ শাহC) আদিল শাহ, D) নাদির শাহ
৬) ইংরেজি ‘ইম্পেরিয়ালিজম’ শব্দের অর্থ হল— ৪/১
A) উপনিবেশবাদ, B) সাম্রাজ্যবাদC) পুঁজিবাদ, D) ফ্যাসিবাদ।
৭) ‘অবাধ বাণিজ্য নীতি’র একজন প্রবক্তা হলেন -- ৪/২
A) কোলবার্ট B) অ্যাডাম স্মিথC) চতুর্দশ লুই D) ডিসরেলি।
৮) ‘জুডিশিয়াল মার্ডার’এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম— ৫/১
A) শাসন বিভাগ B) আইন বিভাগC) বিচার বিভাগ D) সেনা বিভাগ
খ) শূন্যস্থান পূরণ কর। ১×৮ = ৮
৯) ইবন বতুতা সুলতানি আমলে________দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে উল্লেখ করেছেন। ১/২
A) হিন্দুদের,B) বৌদ্ধদেরC) জৈনদের D) মুসলমানদের।
১০) সুফিদের ভক্তিবাদী গীত_______নামে পরিচিত। ২/৩
A) শরা, B) বে-শরা,C) বা-শরা, D) সমা।
C) বল্লভাচার্য, D) রামানন্দ।
C) নরস নায়ক, D) জয়দেব।
C) 1760 সালে, D) ১৭৬৫ সালে।
C) ১৭৮৪ সালে, D) ১৭৯৩ সালে।
C) রজনীপাম দত্ত, D) অম্লান দত্ত।
C) ষোড়শ, D) সপ্তদশ।
১১) ‘শ্রীভাষ্য’-এর রচয়িতা হলেন_____। ২/৪
A) শংকরাচার্য, B) রামানুজ,C) বল্লভাচার্য, D) রামানন্দ।
১২) বিজয় নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন________। ৩/৩
A) পেদ্দনা, B) সালুভ তিম্মা,C) নরস নায়ক, D) জয়দেব।
১৩) নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন______সালে। ৪/৩
A) ১৭৫৬ সালে, B) ১৭৫৮ সালে,C) 1760 সালে, D) ১৭৬৫ সালে।
১৪) রেগুলেটিং অ্যাক্ট পাস হয়_________সালে। ৫/২
A) ১৭৭২ সালে, B) ১৭৭৩ সালে,C) ১৭৮৪ সালে, D) ১৭৯৩ সালে।
১৫) ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখক হলেন ________। ৫/৩
A) দাদাভাই নওরোজি, B) রমেশ চন্দ্র দত্তC) রজনীপাম দত্ত, D) অম্লান দত্ত।
১৬) বার্নিয়ে নিয়ে ভারতে আসেন_______শতকে। ১/৩
A) চতুর্দশ, B) পঞ্চদশ,C) ষোড়শ, D) সপ্তদশ।
গ) সত্য মিথ্যা নির্ণয় কর। ১×৪ = ৪
১৭) মহম্মদ বিন তুঘলক চিনের দূত হিসেবে প্রেরণ করেন — ১/৪
ক) মার্কো পোলোকে, খ) ইবন বতুতাকে,গ) আব্দুর রাজ্জাককে, ঘ) বার্নিয়েকে।
বিকল্পসমূহ :
A) খ,গ,ঘ সঠিক ক মিথ্যা
B) গ, ঘ সঠিক এবং ক, খ মিথ্যা
C) ক, খ সঠিক এবং গ ঘ মিথ্যা
D) খ সঠিক এবং ক, গ, ঘ মিথ্যা।
iii) শিখ সম্প্রদায়, iv) আল ওয়ার সম্প্রদায়।
বিকল্পসমূহ :
A) i সত্য, এবং ii, iii, iv মিথ্যা
B) ii, iii সত্য, এবং i, iv মিথ্যা
C) i, iii সত্য এবং ii, iv মিথ্যা
D) iv সত্য, এবং i, ii, iii মিথ্যা
iii) তৃতীয় রাজবংশ, iv) চতুর্থ রাজবংশ
বিকল্পসমূহ :
A) i, iii সঠিক এবং ii, iv ভুল
B) i, ii সঠিক এবং iii, iv ভুল
C) iv সঠিক এবং i, ii, iii ভুল
D) ii, iii সঠিক এবং i, iv ভুল।
iii) নন্দী থিম্মানা, iv) সায়নাচার্য
বিকল্পসমূহ :
A) i, সঠিক এবং ii, iii, iv ভুল।
B) ii, iii সঠিক এবং i, iv ভুল।
C) i, ii, iii সঠিক এবং iv ভুল ।
D) i, ii, iv সঠিক এবং iii ভুল।
বিকল্পসমূহ : ৪ / ৪
A) 1 - ii, 2 - i, 3 - iv 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - ii, 3 - i, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
বিকল্পসমূহ : ৪ / ৫
A) 1 - ii, 2 - iv, 3 - i 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - i, 3 - ii, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
ii) মার্কোপোলোর ভারত আগমন।
iii) সুলতান মাহমুদের পাঞ্জাব অভিযান।
iv) আল বিরুনির স্বদেশ প্রত্যাবর্তন।
বিকল্পসমূহ :
A) খ,গ,ঘ সঠিক ক মিথ্যা
B) গ, ঘ সঠিক এবং ক, খ মিথ্যা
C) ক, খ সঠিক এবং গ ঘ মিথ্যা
D) খ সঠিক এবং ক, গ, ঘ মিথ্যা।
১৮) কবীর প্রতিষ্ঠা করেন — ২/৫
i) রামানন্দী সম্প্রদায়, ii) গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়iii) শিখ সম্প্রদায়, iv) আল ওয়ার সম্প্রদায়।
বিকল্পসমূহ :
A) i সত্য, এবং ii, iii, iv মিথ্যা
B) ii, iii সত্য, এবং i, iv মিথ্যা
C) i, iii সত্য এবং ii, iv মিথ্যা
D) iv সত্য, এবং i, ii, iii মিথ্যা
১৯) আরবিডু বংশ ছিল বিজয়নগরের — ৩/৪
i) প্রথম রাজবংশ, ii) দ্বিতীয় রাজবংশ,iii) তৃতীয় রাজবংশ, iv) চতুর্থ রাজবংশ
বিকল্পসমূহ :
A) i, iii সঠিক এবং ii, iv ভুল
B) i, ii সঠিক এবং iii, iv ভুল
C) iv সঠিক এবং i, ii, iii ভুল
D) ii, iii সঠিক এবং i, iv ভুল।
২০) রাজা কৃষ্ণদেব রায়ের রাজ সভায়র ‘অষ্টদিগ্গজ’-এর সদস্য হলেন — ৩/৫
i) পেদ্দনা, ii) ধূর্জটিiii) নন্দী থিম্মানা, iv) সায়নাচার্য
বিকল্পসমূহ :
A) i, সঠিক এবং ii, iii, iv ভুল।
B) ii, iii সঠিক এবং i, iv ভুল।
C) i, ii, iii সঠিক এবং iv ভুল ।
D) i, ii, iv সঠিক এবং iii ভুল।
ঘ) ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১×২ = ২
২১) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(1) | নেলসন ম্যান্ডেলা | i) | মার্কিন সেনাপতি |
(2) | জন হে | ii) | ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা |
(3) | কমোডোর পেরি | iii) | বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা |
(4) | হো চি মিন | iv) | চীনে মুক্তদ্বার নীতির প্রবক্তা |
A) 1 - ii, 2 - i, 3 - iv 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - ii, 3 - i, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
২২) | স্তম্ভ - A | স্তম্ভ - B | |
---|---|---|---|
(1) | ফারুকশিয়ারের ফরমান | i) | ১৭৭৩ সাল |
(2) | পিটের ভারত শাসন আইন | ii) | ১৭১৭ সাল |
(3) | রেগুলেটিং আইন | iii) | ১৭৬৫ সাল |
(4) | কোম্পানির দেওয়ানি লাভ | iv) | ১৭৮৪ সাল |
A) 1 - ii, 2 - iv, 3 - i 4 - iii
B) 1 - iii, 2 - iv, 3 - i, 4 ii
C) 1 - iv, 2 - i, 3 - ii, 4 - iii
D) 1 - i, 2 - ii, 3 - iii, 4 - iv
ঙ) ঘটনাক্রম অনুযায়ী সাজাও। ১×৩ = ৩
২৩) পর্যায়ক্রমে ইতিহাসের যুগ গুলি হল — ১/৫
i) সুলতান মাহমুদের খাওয়ারিজম দখল।ii) মার্কোপোলোর ভারত আগমন।
iii) সুলতান মাহমুদের পাঞ্জাব অভিযান।
iv) আল বিরুনির স্বদেশ প্রত্যাবর্তন।
বিকল্পসমূহ :
A) ii, i, iv, iii
B) iii, ii, i, iv
C) i, iii, iv, ii
D) i, ii, iii, iv
iii) মীরাবাঈ, iv) গুরু নানক।
বিকল্পসমূহ :
A) i - ii - iii - iv
B) ii - iv - i - iii
C) iv - iii - i - ii
D) iii - iv - i - ii
খ) রাম রায়ের হত্যা,
গ) ইম্মাদি নরসিংহের হত্যা,
ঘ) দ্বিতীয় বিরুপাক্ষের হত্যা
২৪) পর্যায়ক্রমে ঐতিহাসিক ঘটনাগুলি সাজাও। ২/৬
i) শ্রীচৈতন্যদেব, ii) কবীর,iii) মীরাবাঈ, iv) গুরু নানক।
বিকল্পসমূহ :
A) i - ii - iii - iv
B) ii - iv - i - iii
C) iv - iii - i - ii
D) iii - iv - i - ii
২৫) নিচের ঐতিহাসিক ঘটনাবলীর ঘটনাক্রম হলো —৩/৬
ক) তৃতীয় বীরবল্লালের হত্যা,খ) রাম রায়ের হত্যা,
গ) ইম্মাদি নরসিংহের হত্যা,
ঘ) দ্বিতীয় বিরুপাক্ষের হত্যা
বিকল্পসমূহ :
A) ক - ঘ - গ - খ
B) ক - গ - খ - ঘ
C) গ - খ - ক - ঘ
D) ঘ - ক - খ - গ
B) মার্কোপোলো
C) ইবন বতুতা
D) বার্নিয়ে
বিকল্পসমূহ :
A) মাধবাচার্য B) শংকরাচার্য
C) গুরু নানক D) মীরাবাঈ
A) ১ আল বিরুনি, ২ মার্কোপোলো,
A) ক - ঘ - গ - খ
B) ক - গ - খ - ঘ
C) গ - খ - ক - ঘ
D) ঘ - ক - খ - গ
চ) নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও। ১×৩ = ৩
![]() |
উপরের চিত্রটি দেখে নাম উল্লেখ করো |
২৬) উপরের চিত্রটি দেখে নাম উল্লেখ করো। : ১/৬
A) আল বিরুনিB) মার্কোপোলো
C) ইবন বতুতা
D) বার্নিয়ে
২৭) নিচের বক্তব্যগুলি কোন্ ভক্তিবাদের প্রবক্তাকে নির্দেশ করছে? ২/৭
![]() |
কোন্ ভক্তিবাদী প্রবক্তাকে নির্দেশ করছে |
A) মাধবাচার্য B) শংকরাচার্য
C) গুরু নানক D) মীরাবাঈ
২৮) নিচের ছকটিতে সঠিক তথ্য বসাও। ৩/৭
![]() |
ছকটিতে সঠিক তথ্য বসাও |
B) ১ ইবন বতুতা, ২ ফারনাও নুনিজ
C) ১ নিকোলো কন্টি, ২ ডমিঙ্গ পয়েজ
C) ১ নিকোলো কন্টি, ২ ডমিঙ্গ পয়েজ
D) ১ ফ্রাঁসোয়া বার্নিয়ে, ২ টমাস রো।
ব্যাখ্যা (B) তিনি সাহিত্যিক উপাদানের সঙ্গে প্রত্নতাত্ত্বিক উপাদান কে তুলনা করেছেন।
ব্যাখ্যা (C) তিনি গ্রন্থে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ব্যাখ্যা (D) তিনি জনগণকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছেন।
ছ) বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর। ১×৩ = ৩
২৯) বিবৃতি : আল বিরুনি তাঁর ভারত ভ্রমণের অভিজ্ঞতা ও বিবরণকে যুক্তিসিদ্ধ করার চেষ্টা করেছেন। ১/৭
ব্যাখ্যা (A) তিনি বেদ, পুরাণ, ভগবদ গীতা, মনুস্মৃতি-সহ বিভিন্ন সংস্কৃত সাহিত্য থেকে উদ্ধৃতি দিয়েছেন।ব্যাখ্যা (B) তিনি সাহিত্যিক উপাদানের সঙ্গে প্রত্নতাত্ত্বিক উপাদান কে তুলনা করেছেন।
ব্যাখ্যা (C) তিনি গ্রন্থে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ব্যাখ্যা (D) তিনি জনগণকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছেন।
৩০) বিবৃতি : ভক্তিসাধিকা কারাইক্কল আম্মাইয়ার সম্পর্কে নিচের কোন্ বক্তব্য মানানসই চিহ্নিত করো। ২/৮
ব্যাখ্যা (A) : ইনি কর্ণাটকের একজন মহিলা ভক্তিসাধিকা।ব্যাখ্যা (B) : ইনি একজন মহিলা নায়নার সাধিকা।
ব্যাখ্যা (C) : ইনি ভগবান শিবের ভক্ত।
ব্যাখ্যা (D) : ইনি ‘নালাইরা দিব্য প্রবন্ধম’-এর লেখিকা।
ব্যাখ্যা (C) : ইনি ভগবান শিবের ভক্ত।
ব্যাখ্যা (D) : ইনি ‘নালাইরা দিব্য প্রবন্ধম’-এর লেখিকা।
৩১) বিবৃতি : সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের বহির বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। ৪/৬
ব্যাখ্যা (A) : এই সময় ট্রেনের বহিরবাণিজ্যে নতুন গতি এসেছিল।
ব্যাখ্যা (B) : ইংল্যান্ডে রাজশক্তির পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল।
ব্যাখ্যা (C) : বরবোঁ রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল।
ব্যাখ্যা (D) : ডুপ্লে, কাউন্ট লালির মত উদ্যমী ও দক্ষ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
জ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। ১×২ = ২
৩২) একপ্রকার সামুদ্রিক প্রাণীকে ধরে কিছুদিন মাটিতে পুঁতে রাখা হতো। ক্রমে সেই প্রাণীর মাংস পচে-গলে গিয়ে শুধুমাত্র শক্ত সাদা খোলা পড়ে থাকত। এগুলিকেই কড়ি বলা হয়। ১/৮
প্রশ্ন : কড়ি সম্পর্কে এই অভিমত কোন্ পর্যটকের?বিকল্পসমূহ :
A) আল-মাসুদির, B) আল বিরুনির,
C) ইবন বতুতার, D) মার্কোপোলোর।
৩৩) সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরুপাক্ষ। নরসিংহ সালুভ বা নরসিমা নামক জনৈক সেনানায়ক দ্বিতীয় বিরপেক্ষকে সিংহাসনচ্যুত করে সঙ্গম বংশের অবসান ঘটান এবং বিজয়নগর রাজ্যে সালুভ বংশের শাসন শুরু করেন। নরসিংহের মৃত্যুর পর তাঁর পুত্র ইম্মাদি নরসিংহ বিজয়নগরের সিংহাসনে বসেন। একসময় তাঁর সেনাপতি নরস নায়ক সকল ক্ষমতা কুক্ষিগত করে নেন। নরস নায়কের মৃত্যুর পর পুত্র বীর নরসিংহ পিতার ন্যায় সকল শাসন ক্ষমতা হস্তগত করেন। তিনি দুর্বল সম্রাট ইম্মাদি নরসিংহকে হত্যা করে সালুভ বংশের পতন ঘটান এবং তুলুভ বংশের শাসনের সূচনা করেন ৩/৮
প্রশ্ন : কার আমলে সালুভ বংশের অবসান ঘটে?A) ইম্মাদি নরসিংহের আমলে, B) নরসিংহ সালুভের আমলে
C) বীর নরসিংহ এর আমলে, D) নরস নায়ক এর আমলে।
ঝ) বেমানান শব্দটি নির্বাচন করো। ১×৪ = ৪
৩৪) অর্থনীতিবিদ নয় কে? ৪/৭
A) অ্যাডাম স্মিথ, B) জন হেC) হাবসন, D) লেনিন।
৩৫) কোন্ শব্দবন্ধ রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয় — ৫/৪
A) একসালা বন্দোবস্ত, B) পাঁচশালা বন্দোবস্ত,C) দশসালা বন্দোবস্ত, D) কর্নওয়ালিশ কোড
৩৬) ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় — ৫/৫
A) পলাশীর যুদ্ধ, B) বিদারার যুদ্ধ,C) বক্সারের যুদ্ধ, D) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ।
৩৭) বাংলার নবাবদের মধ্যে কোনটি বেমানান — ৫/৬
A) আলীবর্দী খান, B) সিরাজউদ্দৌলা,C) শওকত জঙ্গ, D) মীরজাফর।
ঞ) বিবৃতি গুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ১×৩ = ৩
৩৮) বিবৃতি -১ : ‘মার্কেন্টাইলবাদ’ হল একটি অর্থনৈতিক মতবাদ।
বিবৃতি - ২ : এই মতবাদ ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলিকে উপনিবেশবাদ প্রসারে বিশেষ প্রেরণা জুগিয়েছিল। ৪/৮
বিকল্পসমূহ :A) বিবৃতি ২ হল বিবৃতি ১ বিরোধী।
B) বিবৃতি ১ হল বিবৃতি ২ সঠিক কারণ নয়।
C) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
D) বিবৃতি ১ এবং বিবৃতি ২ এর সঠিক কারণ।
৩৯) বিবৃতি A : চিরস্থায়ী বন্দোবস্ত জমিদাররা ধার্য রাজস্ব প্রদানে ব্যর্থ হয়েছিলেন’।
কারণ R : সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা জামানা দিতে পারলে জমিদারি নিলামে তোলা হত। ৫/৭
বিকল্পসমূহ :A) বিবৃতি A এবং কারণ R দুইই সঠিক কিন্তু কারণ R বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়।
B) বিবৃতি A এবং কারণ R দুই সঠিক। কারণ R হল বিবৃতি A এর সঠিক ব্যাখ্যা।
C) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল।
D) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক।
৪০) বিবৃতি A : ব্রিটিশ শিল্পপতিরা ভারতীয় বস্ত্রের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করতে সরকারকে চাপ দিতে থাকেন।
বিবৃতি R : বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। ফলে ইউরোপের দেশগুলোতে কলকারখানায় মন্দা দেখা দেয়, শ্রমিক ছাটাই হতে থাকে। ৫/৮
বিকল্পসমূহ :A) বিবৃতি A এবং বিবৃতি R দুটোই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা।
B) বিবৃতি A এবং কারণ আর দুটোই সঠিক কিন্তু কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়।
C) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল।
D) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক।
--------xx-------
প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও :
প্রশ্ন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
উত্তর | C | C | C | A | A | B | B | C | A | D |
প্রশ্ন | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
উত্তর | D | A | A | B | C | D | D | A | C | C |
প্রশ্ন | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উত্তর | B | A | C | B | A | B | A | C | A | D |
প্রশ্ন | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ |
উত্তর | B | C | A | B | D | D | C | D | B | A |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন